আজ ২৬ তারিখ, বহরমপুর লোকসভা কেন্দ্রে প্রচারের শেষ দিন ২৭ শে এপ্রিল। টানা ২৭-২৮ দিন ধরে ঝোড়ো প্রচার চালালেন অধীর রঞ্জন চৌধুরী।লোকসভা কেন্দ্রের এমাথা থেকে ওমাথা। আজ সকালে প্রচার সেরে নিলেন নিজের শহর বহরমপুরে। শুরু করলেন বহরমপুর জজ কোর্ট থেকে কাশিমবাজার হয়ে শেষ করলেন মধুপুরে। বিকেলে দুটি সভা আছে তার পর আবার জনতার দরবারে হাজির হবেন তার ভালোবাসার মানুষজনের আশীর্বাদ নিতে।
মানুষের ভালোবাসা, আশীর্বাদ, সমর্থন পাওয়া কোন সমুদ্রের পাড়ে নুড়ি কুড়নো নয়। এর জন্য অনেক ত্যাগ লাগে, মানব দরদি হতে হয়, আরও বড় বিষয়, তুমি যে তাই সেটা মানুষকে বুঝতে সময় দিতে হয়।মানুষ না বুঝলে চারবার সাংসদ হওয়া যায়???আমি ব্যক্তিগতভাবে বরকত গনি খানের পর এমন জন আকর্ষক ব্যক্তিত্ব দেখিনি।যারা বিগত ২৭-২৮ দিন ধরে দাদার জনজনের দরবারে পৌঁছানোর ভিডিও বা ছবি দেখেছেন। এবার অন্তিম মুহূর্তের ভিডিওটি দেখুন। কাল, কান্দি।