বেড়াতে যেতে চাইলে আশপাশে এমন অনেক জায়গা রয়েছে, যেখান থেকে কম খরচে অল্প সময়ে ঘুরে আসতে পারেন। কলকাতা থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে হুগলি আর দামোদর নদের সঙ্গমে গড়চুমুক। নদীর সৌন্দর্য দেখতে চাইলে এই জায়গার জুড়ি মেলা ভার।
নদীর সঙ্গম ছাড়াও গড়চুমুকের আরও একটা আকর্ষণ ‘আটান্ন গেট’। ব্যারেজে ৫৮টা লকগেট রয়েছে। নদীতে নৌকায় চড়ে বেড়িয়ে আসতে পারেন। রয়েছে ডিয়ার পার্কও। সপরিবারে পিকনিক করার জন্য গড়চুমুক আদর্শ জায়গা। সকালে রূপনারায়ণের পাড়ে সূর্যোদয় দেখাটা ক্যামেরায় ধরে রাখার মতো। বিকেলের দিকে নদীর পাড়ে হাঁটুন, কাছাকাছি গ্রামগুলো ঘুরে আসুন।
কীভাবে যাবেন:
হাওড়া থেকে ট্রেনে উলুবেড়িয়া পৌঁছে যান। স্টেশনে নেমে জিপ, বাস, অ্যাম্বাসেডর কিংবা ট্রেকার পেয়ে যাবেন গড়চুমুক যাওয়ার। এসপ্ল্যানেড থেকে গাদিয়াড়া যাওয়ার বাসে উঠে পড়ুন। আটান্ন গেট স্টপে নেমে যান। আড়াই ঘণ্টা লাগবে অথবা নিজের গাড়ীতে যেতে পারেন।
কোথায় থাকবেনঃ গড়চুমুকে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের ফরেস্ট রেস্ট হাউজ রয়েছে। ঘর খালি পেতে, দফতরের ওয়েবসাইটে দেখে নিন। এছাড়া অনেক হোটেলও আছে।