ভোর আর সন্ধ্যের দিকটা ছাড়া প্রথম দিকের সেই শীতের কামড় আর তেমন নেই।শীত আস্তে আস্তে বিদায় নিচ্ছে। সবাই এখন এই হালকা ঠাণ্ডা আবহাওয়াকে পোষ মানাতে ফুলস্লিভ ড্রেসের দিকেই বেশি ঝুঁকছে। যে তরুণ-তরুণীরা পোশাক ও ফ্যাশনকে প্রাধান্য দেয় তাদের কাছে ফুলস্লিভ টি সার্ট, হুডওয়ালা ফুলস্লিভ ও ফুল হাত পোলো শার্ট সবচেয়ে জনপ্রিয়। পোষাকে একটা ক্যাজুয়াল লুক দিতে চাইলে টি সার্টের জুড়ি নেই আর এই হালকা পোশাকটি পরলে বেশ আরাম বোধ হয়। এই পোশাক পরে হালকা গরম ও হালকা ঠাণ্ডা অর্থাৎ মিশেলি আবহাওয়ায় বেশ মানিয়ে চলা যায়। ঘরে কিংবা বাইরে, যে কোনো জায়গাতেই ফুল স্লিভ টি শার্ট বেশ মানানসই।