মাটি ছোঁয়া জামা, পা-ঢাকা পাজামা বা প্যান্ট এবং বড় আকারের জাম্পার – এখনকার চলতি ‘মডেস্ট ফ্যাশন’। জেনে রাখুন দুনিয়ায়, একটু ঢেকেঢুকে কাপড় পরার চল নতুন করে পুরো দমে ফিরে আসছে।
ফ্যাসানের সংজ্ঞাটাই বদলে যাচ্ছে। এখন নারী-পুরুষ উভয়েই বিপরীত লিঙ্গের চোখে সেক্সি বা আকর্ষণীয় হবার জন্য পোশাক পড়েনা।নিজের চোখে ভালো লাগে তাই পড়েন।
মানুষের রুচির ক্ষেত্রে পরিবর্তন এসেছে। ‘মিডি ড্রেস’ বা মাঝারি দৈর্ঘ্যের পোশাক, যা হাঁটুর নিচ পর্যন্ত বা তার চেয়ে একটু বেশি লম্বা হয়, তার বিক্রি ১৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।গোড়ালি পর্যন্ত লম্বা পোশাকের বিক্রি বেড়েছে ৩৩ শতাংশ। শীতকালের জন্য পোশাকগুলি একেবারে আদর্শ।
শুধু শীতকাল নয়, বছর জুড়েই মানুষ একটু বড়সড় ঢোলা আর আরামদায়ক জামাকাপড় পড়তে পছন্দ করছেন। তাবলে এটা ভাবার কোন কারন নেই যে, লম্বা জামার কদর বাড়ার সঙ্গে সঙ্গে খাটো আর আঁটসাঁটো পোশাকের চাহিদা কমে গেছে। ফ্যাসান জগতের মাতব্বররা বলে থাকেন, ফ্যাশনে বৈপরীত্য সব সময় ছিল, সামনের দিনেও থাকবে।