ধূমপান মানব শরীরের জন্য ক্ষতিকর কথাটা আমরা কমবেশি সকলেই জানি কিন্তু জেনেও আমরা ধূমপান ত্যাগ করতে পারিনা। সম্প্রতিক গবেষণায় উঠে এসেছে যে ধূমপান মানব শরীরের ডিএনএ( ডি- অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড) বদলে যায়।
এতদিন আমরা জানতাম যে ধূমপানের কারণে হার্টের রোগ,ক্যানসার,ফুসফুসের ক্ষতি হয়। সম্প্রতি জানা যাচ্ছে ধূমপান মুখ, ব্লাডার ও যকৃতে প্রভাব বিস্তার করে।
গবেষক ডাক্তার লুডমিল অ্যালেক্সানড্রোভ জানিয়েছেন ধূমপান শরীরের মলিকিউলারে পরিবর্তন আনে এবং তার জন্য ডিএনএ বদলে যায়।
আরও জানা যাচ্ছে, আগে আমাদের ধারনা ছিল ধূমপান ছেড়ে দেওয়ার পাঁচ বছর পর থেকে শরীরে ধূমপানের প্রভাব কমতে থাকে। এটা গবেষণায় ভুল প্রমানিত হয়েছে। ধূমপান ছেড়ে দেওয়ার ৩০ বছর পরও ধূমপায়ীদের শরীরে ধূমপানের প্রভাব থেকে যায়। ধূমপান ছেড়ে দেওয়ার পরপরই শরীরের বেশীরভাগ ডিএনএ-র মিথাইলেসন সিগন্যাল আবার আগের মতো হয়ে যায় এবং নিজে নিজে তামাকের ক্ষতিকারক প্রভাবমুক্ত হতে থাকে। কিন্তু আবার যে ঘুরে আসে ধূমপানের ক্ষতিকারক প্রভাব ,সেটি প্রমান হল এই গবেষণা থেকে।