এক নববিবাহিত দম্পতীর মধ্যে চুক্তি হয় যে স্বামী-স্ত্রী কেউ কারোর টেবিলের ড্রয়ার কোনোদিন খুলবেন না। তিরিশ বছর দাম্পত্যজীবন কাটানোর পর একদিন স্বামীর টেবিলের ড্রয়ারটা আধখোলা অবশায় দেখতে পেয়ে স্ত্রী তাঁর কৌতুহল দমন করতে পারলেন না।
দেখলেন সেখান তিনটে পেন আর এক হাজার টাকা রয়েছে। স্ত্রী স্বামীকে জিজ্ঞেস করলেন, এই পেনগুলো কিসের জন্যে?
স্বামী একটু লজ্জা পেয়ে বললেন, প্রত্যেকবার যখন আমি পরনারী–সঙ্গ করেছি, একটা করে পেন আমি ড্রয়ারে রেখেছি। স্ত্রী ভেবে দেখলেন এই দীর্ঘ তিরিশ বছরে তিনবার মাত্র পদস্খালন হওয়া এমন কিছু পাপ নয়।
কিন্তু ওই এক হাজার টাকাটা? প্রশ্ন করলেন তিনি।
ও, ঐ টাকাটা? ড্রয়ারে পেন রাখার অত জায়গা নেই বলে এক ডজন পেন হলেই দশ টাকায় সেগুলো বেচে দিয়েছি।