এক যাত্রী বাসে উঠেছেন ক্যানিং যাবেন বলে।
যাত্রী-এই কন্ডাক্টার, ক্যানিং যাওয়ার ভাড়া কত?
কন্ডাক্টার-২৫ টাকা।
যাত্রী- যদি পেছনের সীটে বসে যাই তাহলে ভাড়া কম হবে না?
কন্ডাক্টার-আচ্ছা দিন।
যাত্রী- আচ্ছা কন্ডাক্টার ভাই আমি যদি অর্ধেক সীটে বসে যাই তাহলে অর্ধেক ভাড়া হবে কি?
কন্ডাক্টার- ঠিক আছে, অর্ধেক ভাড়াই দিন।
যাত্রী- আচ্ছা,কন্ডাক্টার ভাই আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাই তাহলে তো ভাড়া আরও কম লাগা উচিৎ?
কন্ডাক্টার-এই দাদা,পকেটে টাকা নিয়ে বাসে ওঠেন নি নাকি?যে তখন থেকে ফ্যাচাং করছেন।
যাত্রী- তুমি কি ভেবেছ,আমি ওখানে ঘুরতে যাচ্ছি।পরীক্ষায় রেজাল্ট খারাপ হয়েছে বলে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছি,যাতে বাবা-মা খুঁজে না পায়।ওখানে বন্ধুদের সঙ্গে ডাব বেছে জীবন কাটাব।
কন্ডাক্টার-হাতজোড় করে,ভাই পালাতে চাইলে আপনি ঐ সামনের বাসে উঠে পড়ুন।ঐ বাসটা সুন্দরবন যাবে।কেউ আপনাকে খুঁজে পাবে না,এক্কেবারে গুম হয়ে যাবেন।