ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া ডেপুটি ম্যানেজার পদে ৪০ জন নিয়োগ করছে।সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রী পাস করারা আবেদন করতে পারেন।বয়স হতে হবে ৩১.৭.১৭ হিসাবে ৩০ বছরের মধ্যে।তপশিলী,ওবিসি ও প্রতিবন্ধীরা বয়সের ছাড় পাবেন।
মুল মাইনে- ১৫,৬০০- ৩৯,১০০ এবং গ্রেড পে ৫৪০০ টাকা।
অনলাইনে ৩১ জুলাইয়ের মধ্যে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটে-www.nhai.org এবং প্রাথী’র বৈধ ই-মেইল আইডি থাকতে হবে।পাসপোর্ট সাইজের ফটো ও সিগনেচার স্ক্যান করে নেবেন।দরখাস্ত করার পর অ্যাপ্লিকেসন অ্যাকনলেজমেন্ট প্রিন্ট করে নেবেন। অফলাইনেও দরখাস্ত করতে পারেন।ফর্ম ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিন।সঙ্গে দেবেন- বয়স,শিক্ষাগত যোগ্যতা ও কাস্ট সার্টিফিকেট।‘গেট’ পরীক্ষার বৈধ স্কোর কার্ড সহ অন্যান্য প্রমান পত্র।খামের ওপরে লিখবেন-M.N.Ghei, Deputy General Manager(HR/Admn,2)National Highway Authority of India,G5 & 6, Sector-10 Dwarka,New Delhi 110075.