আজ কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বিধান নগর পৌরসভার কাউন্সিলার দেবরাজ চক্রবর্তী। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন পার্থ চট্টোপাধ্যায় ও অভিষেক ব্যানার্জী। দেবরাজ জানান যে, ছোটবেলা থেকে সিপিএম-এর অত্যাচার দেখে এসছি এবং সিঙ্গুর, নন্দীগ্রাম দেখেছি। কংগ্রেস সেই অত্যাচারী সিপিএমের সাথে জোট করতে চলেছে, সেই কারণেই তৃণমূলে যোগদান।