গত ১৩ ও ২০ ফেব্রুয়ারি কর্ণাটকে দু দফায় মোট ১,০৮৩ জেলা পঞ্চায়েতে নির্বাচন হয়। তার মধ্যে ৯১৩টির গণনার ফলাফল সামনে এসেছে। ৪২৮টি আসনে জয়ী কংগ্রেস, অন্যদিকে বিরোধী বিজেপি জিতেছে ৩৫৯ আসনে। জনতা দল (সেকুলার) ৯৮ আসন জিতেছে, নির্দল ও অন্যান্যরা পেয়েছে ২৬টি আসন। ৩,৮৮৪ তালুক পঞ্চায়েতে আসনের মধ্যে ৩,১৮৬টির ফল সামনে এসেছে। কংগ্রেস ১,৪০৩ আসন জিতেছে। বিজেপি এবং জেডিএস জিতেছে যথাক্রমে ১,১২৩ ও ৪৭২ আসন। অন্যান্য ও নির্দল জিতেছে ১৪৭টি আসন।