নিম্ন আদালত থেকে মদন জামিন পেলেও প্রভাবশালী তত্ত্বে তা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। ফের জেলে ফিরতে হয়েছে তাঁকে। প্রভাবশালী তকমা ঘোচাতে মন্ত্রিত্বও ছেড়েছেন। বুধবার আলিপুর আদালত চত্বরে দাঁড়িয়ে মদন বলেন, মমতার রেকর্ড ভাঙা যায় না, ভোটে তৃণমূল ২২৫টি আসন পাবে।
জেলবন্দি তৃণমূল বিধায়ককে খোঁচা দিয়ে বিরোধীরা বলেছেন, এটা ভোটে টিকিট পাওয়ার মরিয়া চেষ্টা মদনের। ভোটের মুখে মদন ফের মমতার প্রশংসায় পঞ্চমুখ হওয়ায় কটাক্ষের সুরে তাঁদের প্রশ্ন, জেলে বসে টিকিট পাওয়া নিশ্চিত করতেই কি দলনেত্রীর প্রশস্তি জেলবন্দি তৃণমূল বিধায়কের? কয়েকদিন আগেও মদন বুঝিয়ে দিয়েছিলেন, জেলে থেকেও তিনি প্রার্থী হতে ইচ্ছুক। তাঁকে বলতে শোনা গিয়েছিল, নেত্রী নির্দেশ দিলে রাস্তায় নামব। আমাদের লোকেদের বলব রাজনৈতিক কর্ম শুরু করে দেওয়ার জন্য । জেল থেকে লড়তে সমস্যা নেই। মদন এও বলেন, আমি নিশ্চিত দলনেত্রী সুচিন্তিত সিদ্ধান্ত নেবেন যাতে মানুষ খুশি হয়। আমি এখনও বিধায়ক।