প্রথম ব্যাট করতে নেমে ৮৩ রানে অল-আউট হয়ে যায় পাকিস্তান। সাধারণত, টি-২০ তে ব্যাটসম্যানদের দাপট দেখা যায়। কিন্তু, এদিনটা ব্যতিক্রম। প্রথমে ভারতীয় বোলারদের দাপটের পর শের-এ-বাংলার বাইশ গজে দাপট দেখালেন পাক বোলাররা। ভারতের হয়ে এদিন সবচেয়ে সফল বোলার হন হার্দিক। ৩.৩ ওভারে মাত্র ৮ রানের বিনিময়ে তিনি ৩ উইকেট তোলেন। জাডেজা পেয়েছেন ২টি। এছাড়া নেহরা, বুমরাহ ও যুবরাজ পেয়েছেন একটি করে উইকেট। অশ্বিন ৩ ওভারে ২১ রান দেন তিনি। কোনও উইকেট পাননি। ভারতের বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংও ছিল প্রশংসনীয়। দুটো রানআউট ছাড়াও অন্তত ২০ রান বাঁচিয়েছেন ফিল্ডাররা। ১৭.৩ ওভারে ৮৩ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। একসময় ভারতের স্কোর ২.৪ ওভারে ৮ রানে ৩ উইকেট হয়ে গিয়েছিল। আমিরের প্রথম বল থেকেই এদিন আগুন ঝরাতে শুরু করে দেন এই বাঁ-হাতি বোলার। তাঁর পেসের সামনে কার্যত অসহায় হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন রোহিত শর্মা, অজিঙ্ক রাহানে এবং সুরেশ রায়না। সেখান থেকে ভারতকে টেনে তোলার কাজ শুরু করেন বিরাট কোহলি এবং যুবরাজ সিংহ। চতুর্থ উইকেটে ৬৮ রান যোগ করেন তাঁরা। এবার মহম্মদ সামির একই ওভারে আউট হন এদিন ম্যাচের সেরা কোহলি (৪৯) এবং হার্দিক পাণ্ড্য। এরপর ভারতের জয় নিশ্চিত করেন যুবরাজ ও অধিনায়ক ধোনি। মাত্র ১৫.৫ ওভারেই পাঁচ উইকেটের বিনিময়ে জিতল ভারত।