মুম্বই ধারাবাহিক বিস্ফোরণ (১৯৯৩-এর ১২ মার্চ) মামলায় বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র রাখার দায়ে দোষী সঞ্জয়ের পাঁচ বছরের সাজার মেয়াদ শেষ হওয়ায় তাঁকে পুনের ইয়েরওয়াড়া জেল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। জেলের বাইরে মুন্নাভাই-কে স্বাগত জানাতে হাজির থাকবেন স্ত্রী মান্যতা ও তাঁদের সন্তান এবং আত্মীয় পরিজনরা।