পরিবর্তন কি শিশুকে দেওয়া লাঠি লজেন্স প্রতিশ্রুতি?
পিঁড়ে বদলায়,রঙও।
লাল থেকে সাদা আর নিলে,
এমনটা কি কথা ছিল?
না,বরং আষ্টেপিষ্টে সকলে মিলে,
আলাদাই চলনসই আজ,
কবে রেওয়াজ হবে মিলে চলার?
আশা নিয়ে শোব আজ রাতে,
ভোর সকালে শুনবো,মিলে চলার আওয়াজ।
কার কথা মনে নেই,বোধহয় বিষ্ণু গুপ্ত উবাচ,
রাজনীতি শ্রেষ্ঠনীতি পঠন লিপি আছে
তারপরেতে রাজার নীতি ওটাই লাঠি
এযুগেতে লোকতন্ত্রে,নিজ প্রতিষ্ঠা
ওটাই মন্ত্র ওটাই সার।
আর হাড়হাবাতে? আছে থাকবে, কেন? নিপাত যাক।