তোমার ফুলের বাগানে যে ফুল ফোটে। আমার মন প্রজাপতি সে ফুলেই ঘুমিয়ে ওঠে।
তোমার আকাশে যে ধ্রুবতারা জ্বলে।
সে আমার সন্ধ্যা প্রদীপে পাকানো সলতেতে আগুন ঢালে।
তোমার বাতাসে যে দমকা হাওয়ার খেলা।
তা আমার এলোমেলো ঘর গৃহস্থালিতে পড়ন্ত বেলা।
রাত গভীর হলে এক ডুবে তালপুকুর থেকে তুলে আনতে হবে সেই হারানো কৌটো।
যার ভেতর লুকিয়ে রাখা সেই কালো ভ্রমর।
শিল্পীর ইজেলে বন্দী রূপ কথা।
হারানো স্মৃতি তবুও অপেক্ষা।