লেখক আফসার আহমেদ এই সময়ের একজন উল্লেখযোগ্য উপন্যাসিক। সম্প্রতি লেখকের কিসসা সমগ্রর দুটি খণ্ড প্রকাশিত হয়েছে। প্রতিটি খণ্ডে তিনটি করে উপন্যাস আছে। লেখক শহুরে ও গ্রামীণ মুসলিম দৈনন্দিন জীবনযাপন তুলে ধরেছেন।
আফসারের উপন্যাসবোধ পাঠকদের চমৎকৃত করবে কারন লেখক মুসলিম জীবনের সহজলভ্য গল্পের দিকে হাঁটেন নি।জমি নিয়ে গ্রামীণ গণ্ডগোলকে এড়িয়ে গিয়ে আফসার লেখেন রেহানার কথা। রেহানা তিন নম্বর বিয়ের রাতে আবিষ্কার করে তার স্বামী পাগল। আগের দুটো বিয়ের স্বামিদের শুয়ে ক্লান্ত রেহানা বোঝে আর তাকে স্বামীর সঙ্গে শুতে হবে না। আফসারের লেখায় যৌনতা এসেছে বাস্তবের পথ ধরে।যেমন মধ্য চল্লিশের সফিউল্লা বিয়ে করতে চাইল বিধবা শাহনাজকে। অথচ শাহনাজের মেয়ের বিয়ের কথা চলছে। এরকম বহু জটিলতার কথা উঠে এসেছে আফসারের গল্পে।